কারও সঙ্গে বিছানায় যাওয়াটা কি নায়িকার জন্য ডালভাত?
বিনোদন ডেস্ক : ভক্তদের মনে তাদের পছন্দের তারকাকে নিয়ে এখনও নেতিবাচক মনোভাব রয়েছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তার মতে, অনেকের ধারণা কারও সঙ্গে বিছানায় যাওয়াটা নায়িকার জন্য ডালভাত।
এক প্রশ্নের জবাবে আনন্দবাজার পত্রিকাকে কঙ্গনা বলেন, যখন কোনো অভিনেতা নির্দেশককে কিছু টিপস দেন, সেটাকে ক্রিয়েটিভ ইনপুটস বলে। আর কোনো অভিনেত্রী সেই একই কাজ করলে সেটা হয়ে যায় হস্তক্ষেপ!
তিনি বলেন, আমাদের সম্পর্কে নানা ধারণা তৈরি করা হয়েছে, অভিনেত্রীরা কথায় কথায় হাসেন, কারও সঙ্গে বিছানায় যাওয়াটা ডালভাত। আমাদের তো নিজেদের কোনো বুদ্ধি থাকতেই পারে না।
আরেকটি প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ইন্ডাস্ট্রি আমার একার নয়। যে যা খুশি বলতেই পারে। হৃত্বিক, করণ জোহর সংক্রান্ত বিতর্কের সময় এমন অনেকে আমাকে চিঠি পাঠিয়েছিলেন, যেগুলো পড়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। তখন মনে হয়েছিল, আমি এদের সবাইকে জবাব দেব। সেই কারণেই মুখ খুলেছিলাম।
Free microtouch solo titanium game - Titanium Arts
ReplyDeleteFree microtouch solo titanium game 2020 edge titanium | Playtech. Rating: pure titanium earrings 4 trekz titanium · 2 votes · Free ti89 titanium calculators · 메이피로출장마사지 Game
a643r5fynnv212 realistic dildo,Male Masturbators,dildos,wholesale sex toys,vibrating dildos,real dolls,penis rings,realistic vibrators,wolf dildo y454h8bflyh498
ReplyDelete