ভার্চুয়াল সেক্সে নারীরাই এগিয়ে
ভার্চুয়াল সেক্সে নারীরাই এগিয়েলাইফ ষ্টাইল ডেস্ক : বিজ্ঞানের উৎকর্ষতার ফলে ভার্চুয়াল দুনিয়ায় এখন মেতে থাকেন বিশ্বের অধিকাংশ মানুষ। স্মার্ট ফোন এখন এতোটাই স্মার্ট যে প্রয়োজনীয় ব্যাপারগুলো তো আছেই, বিনোদনের কাজটিও করা যায় এর মাধ্যমে। তবে ভালোর পাশাপাশি ভার্চুয়াল দুনিয়ান মন্দ বিনোদনও হচ্ছে বেশ! যেমন যৌনতা ও পর্নোগ্রাফি!
ভার্চুয়াল যৌনতায় পুরুষদের সাধারণত এগিয়ে রাখা হলেও বিজ্ঞানীরা বলছেন উল্টো কথা! তাদের দাবি, ভার্চুয়াল দুনিয়ায় পুরুষের চাইতেও নারীদের প্রভাব সবচেয়ে বেশি। অর্থাৎ ইন্টারনেটে যৌনতায় পুরুষদের চাইতেও বেশি আগ্রহী থাকেন নারীরা।
একদল ব্রিটিশ গবেষক সম্প্রতি জানিয়েছেন, ‘ব্রিটেনের প্রতি ১০ জন নারীর মধ্যে ১ জন ভার্চুয়াল সেক্সে লিপ্ত হন।’ শুধু তাই নয়, সমীক্ষায় দেখা গেছে দেশটির অধিকাংশ নারীই ভার্চুয়াল যৌনতার পক্ষে। ব্রিটেনের অনেক নারীই মনে করেন, ভার্চুয়াল দুনিয়ায় যৌনতা উপভোগ করা যায় সবচেয়ে বেশি।
গবেষকেরা জানান, প্রায় আড়াই হাজার নারীর উপর তারা এই সমীক্ষা চালায়। যাদের বয়স ১৭ থেকে ৫০ বছরের মধ্যে। এই গবেষণায় আরও একটি ভয়ঙ্কর দিক উঠে এসেছে! আর তা হল, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার ফলে সামাজিক অবক্ষয় বাড়ছে। উন্নত বিশ্বের মানুষ তাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবেই এখন ভার্চুয়াল বিশ্বকে দেখছেন। আর অতি নির্ভরশীলতা থেকেই এই দুনিয়ায় তারা ঢুকে পড়ছেন।
শুধু যে ভার্চুয়াল দুনিয়ায় যৌনতা জনপ্রিয়তা পাচ্ছে তাই নয়, সেই সঙ্গে বাড়ছে সেক্স টয়ের ব্যবহারও।
-
No comments:
Post a Comment